গভীর রাতে হালদায় অভিযানে ৪ হাজার মিটার জাল জব্দ

Passenger Voice    |    ১১:৩৬ এএম, ২০২৪-০২-০৭


গভীর রাতে হালদায় অভিযানে ৪ হাজার মিটার জাল জব্দ

দেশের অন্যতম প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র চট্টগ্রামের হালদা নদীতে অভিযান চালিয়ে চার হাজার মিটার অবৈধ ঘেরা জাল জব্দ করেছে প্রশাসন।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টা থেকে ভোর রাত পর্যন্ত অভিযান পরিচালনা করে হাটহাজারী উপজেলা প্রশাসন। 

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবিএম মশিউজ্জামানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

আরও পড়ুন: কর্ণফুলীতে নৌ–তদন্ত কেন্দ্র উদ্বোধনে আইজিপি

উপজেলার গড়দুয়ারা ও মাদার্শা ইউনিয়ন এবং রাউজান সীমান্ত অংশের হালদা নদীর বিভিন্ন অংশে চলে এ সাঁড়াশি অভিযান। এতে চার হাজার মিটারের ৮টি অবৈধ ঘেরা জাল জব্দ করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবিএম মশিউজ্জামান বলেন, মধ্যরাত থেকে ভোররাত পর্যন্ত অভিযান চালিয়ে চার হাজার মিটার জাল জব্দ করা হয়েছে। হালদা নদীর মা মাছ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


প্যা/ভ/ম